ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বাউফলে মসজিদের পাশে গানবাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

বাউফলে মসজিদের পাশে গানবাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীর বাউফলে মসজিদের পাশে গানবাজনা আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা (৪৮) ও নাসির মৃধা (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কায়না জামে মসজিদের পাশে চুন্নু মৃধার উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা রাত ৯টা থেকে ২টা পর্যন্ত চলে। তবে মসজিদের পাশে গানবাজনার আয়োজন নিয়ে এলাকার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন এবং চুন্নু মৃধাকে এটি বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু তিনি তা আমলে নেননি।

বুধবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে সোহরাব মৃধা, ইউসুফ মৃধা ও নাসির মৃধার সঙ্গে চুন্নু মৃধার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চুন্নু মৃধার নেতৃত্বে দুলাল, লিটন, মজিবর, জসিম ও চৌকিদার উজ্জ্বলের নেতৃত্বে ১০-১৫ জন হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়দের মতে, হামলাকারী ও ভুক্তভোগী উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। চুন্নু মৃধা নিজেকে কেরানীগঞ্জ বিএনপির সদস্য দাবি করে বলেন, "আমি ঈদের ছুটিতে এলাকায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।" তবে সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত