ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

এক যুগ পর কারমাইকেল কলেজের ক্যান্টিন চালু

এক যুগ পর কারমাইকেল কলেজের ক্যান্টিন চালু

এক যুগ পর রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আবারও চালু হলো কলেজ ক্যান্টিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন নামকরণকৃত ‘কলেজ ক্যাফেটেরিয়া’।

ক্যান্টিনটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়, প্রাক্তন ছাত্র সমিতির কেন্দ্রীয় সম্পাদক রকিবুস সুলতান মানিকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, “আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের আধিপত্যের কারণে ক্যান্টিনটি বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এরপরও দীর্ঘ সময় ক্যান্টিনটি চালু করা সম্ভব হয়নি রাজনৈতিক বাঁধার কারণে।”

তিনি আরও জানান, ৫ আগস্টের পরপরই ক্যান্টিন চালু করার প্রস্তুতি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অবশেষে এটি চালু হলো এবং ‘কলেজ ক্যাফেটেরিয়া’ নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

অনেক বছর পর শিক্ষার্থীরা ফের ক্যান্টিনে বসে আড্ডা, খাওয়া-দাওয়া ও বিশ্রামের সুযোগ পাবেন—এতে তারা যেমন আনন্দিত, তেমনি শিক্ষকরা মনে করছেন এটি শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।


আবা/এসএস

চালু,ক্যান্টিন,কলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত