ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদ্রাসার শিশু ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার ঘটনায় আজমির (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

অভিযুক্ত আজমির ওই উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে স্থানীয় মাদ্রাসা থেকে ওই শিশু ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় পথে আজমির গাছ থেকে আম পেড়ে দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় এবং কাশবনের ভিতরে নিয়ে মুখ চেপে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা এ ঘটনা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এ সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদ্রাসাছাত্রী,ধর্ষণচেষ্টা,গণপিটুনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত