প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার(২৯ এপ্রিল) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন, বাংলাদেশে গরুর খাদ্য হিসেবে নেপিয়ার খাস আরও বেশী লাগানো হবে যাতে করে গরুর দুধ আরও বেশী পাওয়া যায়।
তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।