ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ

পিপিএম পদক পেলেন সিরাজগঞ্জের ডিবি পুলিশের ওসি একরামুল

পিপিএম পদক পেলেন সিরাজগঞ্জের ডিবি পুলিশের ওসি একরামুল

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেন।

২০২৪ সালের ১৯ নভেম্বর সিরাজগঞ্জে ডিবি ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একরামুল হোসাইন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ডাকাতি, খুনসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন সফল অভিযান পরিচালনা করেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিতেই তাকে পিপিএম পদকে ভূষিত করা হয়।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বাসিন্দা একরামুল হোসাইন ২০০৯ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।

পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি একরামুল হোসাইন আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মহোদয় মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় খুন, ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে এ ভালো কাজের সফলতা অর্জন করেছি এবং এ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া পদক সিরাজগঞ্জবাসীর বলে তিনি উল্লেখ করেন।

পিপিএম,পদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত