ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কালকিনিতে পুলিশের হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

কালকিনিতে পুলিশের হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে মোঃ আল-আমিন সরদার (৩০)।

তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এসময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক,চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে। তাকে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত