ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বাজারে টিনের চাল কেটে দোকানে চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার জিম শেখ (২১), কাজিপুর উপজেলার সিন্দুরআঁটা গ্রামের মোফাজ্জ্বল হোসেন (৪৬), ভেটুয়া জগন্নাথপুর গ্রামের নয়ন তালুকদার (২২) ও গাজীপুরের কোনাবাড়ী এলাকার জোবায়ের মোল্লা (২৭)।

কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২০ মার্চ রাতে মেঘাই পুরাতন বাজারের একটি মোবাইল ফোনের দোকান ও একটি ওষুধের দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে। চোরেরা ২’শ পিচ বাটন মোবাইল ফোন ও ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দোকান মালিক মোহাম্মদ আলী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ডিজিটাল 'তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জিম শেখকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যেও ভিত্তিতে মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে অপর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩১টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার,চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত