ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য আয়োজনে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

শ্রমিক-মা‌লিক এক হ‌য়ে গড়‌বো এদে‌শে নতুন ক‌রে” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্প‌তিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয় এবং র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সু-সম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন, সিরাজগঞ্জ উপ মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আব্দুল মুমিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান, সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র'র শ্রম কল্যাণ সংগঠক এখলাছুর রহমান প্রমূখ।

এদিকে এ দিবস উপলক্ষ্যে জেলার সবকয়টি উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মে,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত