মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। পুশব্যাক হওয়া ওই ১০ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রবিবার (৪ মে) ভোরে পশ্চিমবঙ্গের হৃদয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে সীমান্ত অতিক্রমের পর তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার বুগেলহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), শার্শা উপজেলার কন্যাদা গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে তারিক হোসেন (২৫), অভয়নগর উপজেলার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস (৩৬)তার স্ত্রী রুপা বিশ্বাস (২৭) ও ছেলে জয়দেব বিশ্বাস (৮), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুর জেলার রাজুর উপজেলার হোসেন কান্দা গ্রামের বিল্লাল শেখের ছেলে রিপন শেখ (৩৫),খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘনাবান্দা গ্রামের সুব্রত রায়ের ছেলে সেজুতি রাই (২০),বেয়ারাবিল গ্রামের দীপক রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইল সদর উপজেলার পংকবিলা গ্রামের অসীমের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২)।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন। কারাদণ্ড শেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বিএসএফের মাধ্যমে নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়।
বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “বিএসএফ ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে পুশব্যাক করেছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। আমরা তাদের আইনগত প্রক্রিয়ার আওতায় আনছি।”