সাতক্ষীরার তালায় সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান।
সেলিনা বেগম বোনাই মো.আবুল কাশেম জানান, রোববার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর রাতে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তার মরদেহ হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচে পড়ে রয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।