চাঁদপুরে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে জেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর খাদ্য গুদামের ব্যবস্থাপক রবীন্দ্রলাল চাকমা, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারীসহ আরো অনেকে।
খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর চাঁদপুরে ৩৬ টাকা কেজি দরে ৪ হাজার ৩ শ ৭০মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯ হাজার ৪শ ৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল ১৩ জন চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে ক্রয় করা হবে।