সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও ইলেকট্রিক শক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অসৎ জেলেরা চায়না দুয়ারি ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রায় রাতভর যমুনা নদীতে এ অভিযান চালিয়ে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, কারেন্ট জাল, চায়না দুয়ারি রিং জাল, ঘন মশারি জাল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান। পরে অবৈধ চায়না দুয়ারি জাল ও ইলেকট্রিক শক গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
সেইসাথে স্থানীয় লোকজন ও অন্যান্য জেলেদের সতর্ক করে জনসচেতনতামূলক বিশেষ আলোচনা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।