ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুর জেলায় এসএসসিতে পাশের হার ৫৫.৮৫%

চাঁদপুর জেলায় এসএসসিতে পাশের হার ৫৫.৮৫%

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪ হাজার ৬৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৬৫ জন। পাশের হার ৫৫.৮৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৭২ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জেলার এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) এর ফলাফলের একটি প্রতিবেদন গণমাধ্যমে পাঠান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ বছর জেলার ৮ উপজেলার ১৯৯টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৩৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৭৩৫জন। পাশের হার ৬৪.৫৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৮২জন।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) থেকে জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৭৮ জন। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৬ জন। পাশের হার ৭৫.৪৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪৮ জন।

এদিকে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২ জন। উত্তীর্ণ হয়েছে ২৩০ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯১ জন। পাশের হার ৯৯.১৪ শতাংশ।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪১ জন। উত্তীর্ণ হয় ২৩৪ জন। পাশের হার ৯৭.১০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১১৭ জন।

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৬৯৯ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১০৫ জন। পাশের হার ৮৯.৬২ শতাংশ।

এসএসসি,পাশের হার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত