জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ভাঙচুর ও তাণ্ডবের ঘটনার দীর্ঘ ৮ মাস পর রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা দায়ের করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)ও প্রশাসন।
বুধবার দুপুরে মামলাটি দায়ের করেছেন বেরোবির রেজিস্টার হারুন অর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।
মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি সভাপতি পমেল বড়ুয়া সম্পাদক শামীম দুই শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও শতাধিক অজ্ঞাত নামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে এ মামলায়।মামলা নম্বর- ৬। মামলায় ধারা উল্লেখ করা হয়েছে দণ্ডবিধি আইনের ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১৩৪/৩৪ দন্ড বিধি।দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবির পরিপ্রেক্ষিতে বেরোবি উপাচার্য অধ্যাপক ড, শওকাত আলী ৭ দিনের মধ্যে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছিলেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বেরোবির সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীমকে।
মামলার অন্যান্য আসামিরা হলেন- বেরোবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদুল হাসান, দফতর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ওরফে টগরসহ সভাপতি বিধান বর্মন, সহ সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা তানভীর আহাম্মেদ তানভীর, মমিনুল হক, আখতার হোসেন, শাহিন ইসলাম, সাব্বির ওরফে রিয়ান, শাখাওয়াত হোসেন, মৃতুঞ্জয় রায়, মোশারাফ হোসেন, আব্দুল্লা আল নোমান, রিফাত হোসেন, ফরহাদ হোসেন, আবির শাহারিয়ার অনিক, আরিফুজ্জামান ইমন, গাজিউর রহমান, ইমরান চৌধুরী, সিজান আহাম্মেদ, আরাফাত রহমান, সইবুল হোসেন, আব্দুল্লাহ আল রায়হান। শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বেরোবির গনিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আসাদ মন্ডল, সহকারী রেজিস্টার হাফিজার রহমান তুফান, আমির হোসেন কর্মচারী, মনিরুজ্জামান পলাশ সেকশন অফিসার, তাওহিদুল ইসলাম উপ-রেজিস্টার , রফিকুল হাসান রাসেল সহকারী রেজিস্টার, নুর নবী মাস্টার রোলের কর্মচারীসহ ৭১ জন।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, ৫ আগস্টের আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বেরোবিতে আন্দোলন দমন ও তাণ্ডব চালানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকালে ওই সময়ের ভিডিও ছবিসহ আনুষঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা করে ৭১ জন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সব কিছু পর্যালোচনা করে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা শতাধিক ব্যক্তির নামে আজ বুধবার মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। শিক্ষক শিক্ষার্থী সকলের দাবি দায়ীদের শাস্তি নিশ্চিত করা।
বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেরোবি শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে প্রথম শহীদ হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তিনি ১৬ জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হওয়ায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হওয়ার ঘটনার ভিডিও দেশে বিদেশে ভাইরাল হলে দেশে বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। একারণে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়।