ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি: ব্যবস্থা নিয়েছে এলজিইডি

মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি: ব্যবস্থা নিয়েছে এলজিইডি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। 'মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি দিয়ে কম্পেকশন' শিরোনামে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় অনলাইনে (৮ই মে) সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসে এলজিইডি।

এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলমের নির্দেশে তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল সরেজমিনে নির্মাণাধীন রাস্তাটি পরিদর্শন করে। প্রতিনিধিদলের সুপারিশের ভিত্তিতে সমস্যাযুক্ত অংশে কাঁদা মাটি দিয়ে দেওয়া কম্পেকশন অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ প্রকাশের পর ত্রুটি সংশোধন করা হয়েছে। জেলা অফিস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। সমস্যাযুক্ত অংশ চিহ্নিত করে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি এড়াতে মিক্সিং ইয়ার্ড সলিং করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হরগোজ ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কান্দাপাড়া ভাসিয়ালি ডিআর হতে তিল্লি ইউপি ভায়া হরগজ ইউপি পর্যন্ত ৪ হাজার ৭২০ মিটার সড়কের নির্মাণ কাজ চলছে। এই প্রকল্পের জন্য সরকার ১০ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা বরাদ্দ করেছে। স্থানীয়দের অভিযোগ ছিল, কাজটি বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান 'খান এন্ড সন্স' সড়কের ওয়েট মিক্স ম্যাকডাম (ডব্লিউ এমএম) স্তরের কম্পেকশনের কাজে বালির পরিবর্তে কাদামাটি এবং নিম্নমানের খোয়া ব্যবহার করছে।

সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, হরগজ মোড় থেকে শিমুলিয়াগামী রাস্তার বিল্লাল ফকিরের বাড়ির সামনের অংশে কাদামাটি মেশানো নিম্নমানের খোয়া দিয়ে ডব্লিউএমএম স্তরের কম্পেকশন করা হচ্ছিল। এছাড়াও, রাস্তার দুই পাশে পর্যাপ্ত সোল্ডার ছাড়াই কম্পেকশন করার কারণে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।

এসব অভিযোগের ভিত্তিতে এলজিইডি দ্রুত পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন আর না ঘটে, সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম।

মানিকগঞ্জ,এলজিইডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত