ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালক নিহত

কিশোরগঞ্জে দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক বিরোধের জেরে শাবল দিয়ে মাথায় আঘাত করে শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অপর আরেক শ্যালক গুরুতর আহত হয়ে জেলার বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাকিব (১৪) ও গুরুতর আহত জিসান (১৮) উপজেলার মানিকদী গ্রামের সামছু মিয়ার ছেলে।

অভিযুক্ত ফারুক মিয়া (২৫) উপজেলার মানিকদী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে।

ভৈরব থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) আবু তালেব বলেন, "অভিযুক্ত ফারুক মিয়া তার আপন মামাতো বোনকে বিয়ে করেছেন, বাড়িও পাশাপাশি। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীকে ফারুক মিয়া মারধর করলে স্ত্রীর ছোট দুই ভাই রাকিব ও জিসান বাধা দিতে আসে। এসময় রাকিবকে হাতে থাকা শাবল দিয়ে মাথায় আঘাত করে এবং জিসানকে ছুরি দিয়ে আঘাত করলে দুজনই গুরুতর আহত হয়। স্বজনরা দুজনকেই বাজিতপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। সেখানে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মৃত্যুবরণ করেন।"

ওসি আরও বলেন, "আজ শনিবার অভিযুক্ত ফারুককে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর প্রস্ততি চলছে।"

শ্যালক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত