ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জমি দখলের অভিযোগ

জিসানকে গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

জিসানকে গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলার অভিযোগে কাজী আরাফাত হাসান জিসানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি মাটিপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিসান স্থানীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল করে রেখেছেন। আদালতের ডিক্রি ও খাজনা পরিশোধ করেও জমিতে প্রবেশ করতে পারছেন না ভুক্তভোগীরা।

বক্তারা আরও বলেন, জিসান আমাদের রুজির পথ বন্ধ করে দিয়েছে। তার দখলবাজি, হুমকি-ধামকি ও মিথ্যা মামলায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এসময় ভুক্তভোগী জাকির হোসেন বলেন, আমাদের ১২৭ শতক জমি জিসান জবরদখল করে রেখেছে। আমরা আদালতের রায় পেয়েছি, খাজনাও দিয়েছি। কিন্তু এখনো জমিতে যেতে পারছি না, উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।

আরেক ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, স্বামী মারা গেছেন, ছেলে রিকশা চালায়। আমাদের ৫২ শতক জমি দখল করে রেখেছে জিসান। এখন জমিতে গেলেও হুমকি দেয়।

ফরিদ মোল্লা অভিযোগ করে বলেন, ১৩৫ শতক জমি দখল করে রেখেছে জিসান। মামলা করে রায় পেয়েছি, খাজনাও দিয়েছি। কিন্তু জমিতে উঠতে দিচ্ছে না, বরং হয়রানিমূলক মামলায় ফাঁসাচ্ছে।

হাসিনা বেগম ও লাবনী আক্তার তাদের শ্বশুরের জমি দখলেরও অভিযোগ তোলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

গ্রেপ্তার,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত