ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।

অভিযানে রূপগঞ্জ উপজেলার বরপা রূপসি এলাকায় বায়ুদূষণকারী দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও রিসর্সো ব্যাটারি এন্ড কোং (প্রা.) লিমিটেড। এদের মধ্যে মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেডকে দুই লাখ ও রিসর্সো ব্যাটারি এন্ড কোং (প্রা.) লিমিটেডকে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত