বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সায়মা হক বিদিশা, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. সাইফুদ্দিন মো. তারিক।
বেরোবির ছয়টি অনুষদ ও ২২টি বিভাগের শিক্ষকবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সুদূরপ্রসারী ও যুগোপযোগী একাডেমিক মাস্টারপ্ল্যান অপরিহার্য। এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ কাঠামোগত পরিকল্পনাও সহজ হবে।
সভায় উপাচার্য বলেন, “বেরোবিকে এক্সিলেন্সের কেন্দ্রে পরিণত করতে হলে একাডেমিক মাস্টারপ্ল্যান অনুসারে ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যানও গ্রহণ করতে হবে। আমাদের সীমিত পরিসরের জমিকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভা শেষে বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক সভায় মতবিনিময় করেন। শিক্ষার্থীরা এসময় একাডেমিক ও অবকাঠামোগত চাহিদার বিষয়গুলো তুলে ধরেন।
দিনের শেষভাগে উপাচার্য ও বিশেষজ্ঞবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।
এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিশেষজ্ঞ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁরা রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।