আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
এর আগে সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়।
গ্রেফতার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন গত ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১২ মে) রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।