ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে কলেজ শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা

রংপুরে কলেজ শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর মহাবিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১২ মে) দুপুরে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের দশমাইল হাইওয়ে থানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি প্রজেক্টরের মাধ্যমে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশে প্রতিবছর গড়ে সাড়ে সাত হাজার থেকে আট হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই তরুণ ও শিক্ষার্থী।”

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা, মহাসড়কে অটোরিক্সা চালানো এবং রাস্তা পারাপারে অসাবধানতা, বেপরোয়া গাড়ি চালানো, আইন না মেনে মোটরসাইকেল চালানো সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী এবং পথচারীদের অসচেতনতা। তিনি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

তথ্য দিয়ে পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনার এক তৃতীয়াংশ ঘটে মোটরসাইকেলে এবং মোট নিহত হওয়ার এক তৃতীয়াংশেরও অধিক হচ্ছে মোটরসাইকেলের আরোহী। তাই তিনি এই শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোতে অধিক সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন। তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কের তৎপর আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এ কথাটি মনে রেখে তিনি শিক্ষার্থীদের মহাসড়কে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে ব্রিফ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দশ মাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এবং কলেজের অধ্যক্ষ বিনয় কুমার রায়।

অনুষ্ঠানে দুই শতাধিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতা মূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।

সমাপনী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, একটি নিরাপদ মহাসড়ক তৈরিতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করবো এবং ভবিষ্যতে আইন মেনে চলবো।

কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত