রংপুর নগরীর বেতপট্টি এলাকা থেকে দিন-দুপুরে লক্ষ্ণী জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বাক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় একশ’র অধিক ভরি স্বর্ণ নিয়ে যায় তারা। যার বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার দুপুরের দিকে এই স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
দোকানের কর্মচারী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২ জন এবং ৩ জন করে দুটি গ্রুপে ৫ জন নারী ওই দোকানে প্রবেশ করে। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপণ করতে থাকে এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য বাইরে পাঠায়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াসের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকা কর্মচারীকে ব্যস্ত রেখে ক্যাশের পাশ থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। বিষয়টি বিকেল ৩টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি।
লক্ষ্ণী জুয়েলার্সের স্বত্বাধিকারী অনিন্দ বসাক জানান, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। যেখানে একশ’র বেশি ভরি স্বর্ণ ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জুয়েলার্স ব্যবসায়ী সমিতি রংপুরের সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার কারণে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা অনিরাপদ হয়ে উঠছি। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা থাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই নারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের শনাক্তের চেষ্টা করছি আমরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।