ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

ইরানে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

ইরানে মার্কিন মদদপুষ্ট ইসরায়েলের হামলার বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বাদ জুমা নগরীর শাপলা চত্বর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আশরাফিয়া জামে মসজিদের সামনে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি জমায়েত হয়ে হামলার তীব্র প্রতিবাদ জানান।

মিছিলটি আশরাফিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদীর নেতৃত্বে শাপলা চত্বর থেকে শুরু হয়ে গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে। মুসল্লিরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিপাত যাক’, ‘ইরানের ওপর আগ্রাসন বন্ধ করো’—এই স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল যে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে হামলা করছে, তার কোনো প্রমাণ নেই। এর আগেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি মিথ্যা অজুহাতে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনসহ মুসলিম রাষ্ট্রগুলোতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। মূল লক্ষ্য মুসলিম দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করা।”

তারা আরও বলেন, মুসলমানদের ঐক্য আজ সময়ের দাবি। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও তার মিত্রদের আগ্রাসনের জবাব দিতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, মানবাধিকারকর্মী আবু মুসা তুষার, ব্যবসায়ী ও সংগঠক আরিফুজ্জামান আরিফ এবং শিক্ষার্থী নাজমুল হাসান প্রমুখ।

মিছিল,বিক্ষোভ,ইরানে,হামলার,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত