ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বারইয়ারহাটে আন্ডারপাস নির্মাণের দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর

বারইয়ারহাটে আন্ডারপাস নির্মাণের দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর সদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) সকালে এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিক।

বারইয়ারহাট পৌর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক ও ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর বাজারের ব্যবসায়ী গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী কামরান সরোয়ার্দী ও নেছারুল ইসলাম।

বক্তারা বলেন, ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে বারইয়ারহাটে একটি আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানান।

এসময় দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মহাসড়ক,আন্ডারপাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত