রংপুর মাহনগরীর রাধাকৃঞ্চপুর ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৫ সালের ২০২৪ শিক্ষাবর্ষের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজ হল রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আলহাজ মো. মকবুল হোসেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আন্জুয়ারা হোসেন ও মাকসুদার রহমান বাদল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সুলতানা বিথিকা নাসরিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খোকন চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মোস্তফা নুর ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মহিদুল ইসলাম, ছাত্র-ছাত্রীদের পক্ষে মো. রোমান মিয়া, সুমাইয়া ও আবিদা প্রমুখ।
পরে বিদায়ী ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।