রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদ্য গঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন জেলার ক্রীড়া সংগঠক, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা অভিযোগ করেন, এ কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত নন, বরং বিতর্কিত, অযোগ্য এবং দুর্নীতির অভিযোগে অতীতে সমালোচিত ছিলেন।
রাঙামাটি জেলা ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্তত দুই শতাধিক ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু।
মানববন্ধনে বক্তব্য রাখেন—সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, প্রতিভাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক সদানন্দ চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমা, টেনিস খেলোয়াড় জাবেদ রেজা এবং ছাত্র প্রতিনিধি শরিফুল হক শাকিল।
বক্তারা বলেন, এডহক কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যারা ক্রীড়াঙ্গনে কখনোই সক্রিয় ছিলেন না, বরং কেউ কেউ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এর ফলে জেলার ক্রীড়া উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে।
তারা আরও বলেন, রাঙামাটির ক্রীড়াঙ্গনকে স্বচ্ছ, গতিশীল ও ক্রীড়াবান্ধব রাখতে হলে বিতর্কিত এ কমিটি বাতিল করে স্থানীয় অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করা জরুরি।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়- ১৯ জুন ঘোষিত বিতর্কিত এডহক কমিটি বাতিল। স্বচ্ছতা ও পরামর্শের ভিত্তিতে নতুন প্রতিনিধিত্বশীল কমিটি গঠন। মিনি স্টেডিয়ামসহ ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বক্তারা জানান, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ক্রীড়ার স্বার্থেই এই কর্মসূচি। ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদদের নেতৃত্বের দাবি জানান তারা।
এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, সাড়া না মিললে ক্রীড়া সংস্থা ঘেরাও, অবরোধ ও লাগাতার কর্মসূচির মতো কঠোর আন্দোলনের দিকে যাবেন তারা।
জেলা প্রশাসক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে যথাযথ দপ্তরে প্রেরণ করা হবে।