ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

আগামী ২২ আগস্ট (শুক্রবার) ২০২৫ তারিখে শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অন্য প্রকার মামলা থাকার কারণে সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি নির্বাচনের সময় স্থগিত করেছেন।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি ‘অন্য প্রকার মামলা’ নামে মামলা দায়ের করেন।

মামলার মূল আইনজীবী বিএনপি নেতা আখতারুজ্জামান আদালতে অভিযোগ করেন—চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া এবং একই নামে একাধিক ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি আমলে নিয়ে আদালত ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেন।

রায়ে চেম্বার সভাপতি আরিফ হোসেন, সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রায় সাত বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন স্থগিত হওয়ায় জেলার ব্যবসায়ী মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নির্বাচন স্থগিত,চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,শেরপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত