ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

হাজীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

হাজীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা ই-সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে তামাক আইন বাস্তবায়ন এবং বিস্তারিত বিভিন্ন ডকুমেন্টারি উপস্থাপন ও প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তামাকের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন এবং আবু তাহের প্রধানীয়া প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বীন আখতার, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, হাজীগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন-সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তামাক নিয়ন্ত্রণ আইন,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত