ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আন্দোলনের মুখে ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত

আন্দোলনের মুখে ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত

সপ্তাহ জুড়ে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার দাবিতে আন্দোলনের পর অবশেষে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে সপ্তাহ জুড়েই ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় বাসিন্দা এবং শিল্প ও বণিক সমিতি আন্দোলন করছিলেন এবং এসব আন্দোলনের খবর দৈনিক আলোকিত বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর তাদের আবেগ-অনুভূতির কথা বিবেচনা করে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস।

ইউএনও জানান, সপ্তাহজুড়ে বিষয়টি নিয়ে ঈশ্বরদীতে ধারাবাহিক ভাবে আন্দোলন হয়েছে। নেসকোর কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলতে এসেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ দপ্তরে জানানো হয়েছে।

আন্দোলন,প্রি-পেইড মিটার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত