সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অসহায় ১৮ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে ওই উপজেলার সলপ ইউনিয়ন পরিষদে এডিপির অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ সামগ্রী বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক রফিকুল ইসলাম।
তিনি বলেন, নিয়মিত সরকারি কর পরিশোধ করতে হবে এবং ইউনিয়ন পরিষদের সকল সেবা গ্রহণ করবেন। নিয়মিত কর পরিশোধ করলে সরকারের আর্থিক তহবিল সংকট দেখা দিবে না। এজন্য নিয়মিত কর পরিশোধ করার আহ্বান জানান তিনি।
এসময় ওই ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।