ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জুলাই-আগস্ট মহান গণঅভ্যুত্থানের শোক ও বিজয়কে স্মরণ করে ডক্টর'স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে টেংকেরপাড় মাঠে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক হিমেল খানের সঞ্চালনায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, সহ সভাপতি মো. জসীম উদ্দিন রিপন, সহ-সাধারণ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, নিউরোলজিস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পিবি রায় সুপ্রিয়। এসময় উপস্থিত ছিলেন ড্যাবের জেলা উপদেষ্টা চিকিৎসক আমান উল্লাহ আমান, ড্যাবের সহ সভাপতি চিকিৎসক শেফালী খাতুন, চিকিৎসক মো. শহিদুল হক, সাবেক সিভিল সার্জন ও ড্যাব নেতা চিকিৎসক মুছা খান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক মো. আকতার হোসাইন, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ মিজানুর রহমান, সহ সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (৩) শামীম মোল্লা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দ, ভিপি তাজুল ইসলাম, চিকিৎসক শরীফ মাসুমা ইসমত, চিকিৎসক জাকিয়া সুলতানা রুনা, চিকিৎসক শারমীন হক প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।

পরে কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। এছাড়া ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে নতুন অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।

ড্যাব,স্বেচ্ছায় রক্তদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত