সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় ট্রাকচালক হিমেল (২৬) নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত হিমেল দিনাজপুর সদর উপজেলার বেলতৈর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই দুই পুলিশ কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার গভীর রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক ওই স্থানে বিকল হয়ে যায়। ট্রাক চালক হিমেল এসময় ট্রাকের নিচে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আম বোঝাই একটি মিনি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে হিমেল গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুন) ভোরে তিনি মারা যান। পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে ট্রাক চালক ছেলের মৃত্যুর সংবাদে বিকেলে তার বাবা মা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আসে এবং ময়নাতদন্ত শেষে পুলিশ তার লাশ হস্তান্তর করে। ঘটনার রাতেই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ছেলের লাশ দেখে হিমেলের বাবা লতিফ ও মা মৌসূমীর আর্তনাদে হাসপাতাল ও থানা চত্বরের পরিবেশ ভারী হয়ে ওঠে। এই নিয়ে তাদের দুই ছেলেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন।
এর আগে, প্রায় চার বছর আগে তাদের বড় ছেলে ট্রাক চালক নয়ন (২৯) সড়ক দুর্ঘটনায় নিহত হন। সন্তান হারানোর সেই শোক কাটতে না কাটতেই ছোট ছেলে হিমেল ট্রাকের ধাক্কায় নিহত হলেন।