ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ক্লিনিকে অভিযান: অপারেশন থিয়েটার সিলগালা, জরিমানা

রংপুরে ক্লিনিকে অভিযান: অপারেশন থিয়েটার সিলগালা, জরিমানা

রংপুরে অননুমোদিত ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেসরকারি ক্লিনিকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহী সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদন ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা, অদক্ষ ও প্রশিক্ষণহীন জনবল দিয়ে চিকিৎসাসেবা প্রদান, জীবাণুনাশক ব্যবস্থা না রাখা, এবং লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

ক্লিনিক দুটির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তদন্তে তাদের চিকিৎসা পরিবেশ ও সেবাদান পদ্ধতি স্বাস্থ্যবিধি পরিপন্থি বলে প্রমাণিত হয়। অভিযানে ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন ডা. শাহী সুলতানা জানান, “রোগীদের জীবন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই চিকিৎসাসেবা দিতে পারবে না।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। ভবিষ্যতে কেউ অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রংপুরের স্বাস্থ্যখাতকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।

ক্লিনিকে অভিযান,অপারেশন থিয়েটার,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত