কক্সবাজার জেলা কারাগারে বন্দীদের নিয়ে মধুমাস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ২টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দুই হাজার ৪৮৪ জন বন্দির মাঝে এক হাজার কেজি আম এবং একশ পিস কাঁঠাল বিতরণ করা হয়। এ ছাড়া কারাগারে ১৫০ জন কর্মকর্তা কর্মচারীদের মাঝেও বিতরণ করা হয় আম, কাঁঠাল ও নানা ফলমূল।
এ অনুষ্ঠানে জেল সুপার জাবেদ মেহেদি, জেলার আবু মুছা ও ডেপুটি জেলার নোবেল দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলার আবু মুছা বলেন, কক্সবাজার জেলা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা রয়েছে ৮৩০ জন। কিন্তু বন্দী রয়েছে তিনগুণ। জেল কর্তৃপক্ষ মধুমাস উপলক্ষ্যে বন্দীদের ফলমূল খাওয়ার ব্যবস্থা করেছে।