ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশের বিশেষ তদন্ত শুরু

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যার ঘটনায় থানায় মামলা

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যার ঘটনায় থানায় মামলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সেই বুদ্ধি প্রতিবন্ধী শামিম হোসেন (৩০) হত্যার ঘটনায় অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের সাইফুল ইসলামের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী শামিম এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো। গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন। শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর নামকস্থানে এসিআই মিল বাউন্ডারি এলাকার ডোবার পাড়ে তার লাশ দেখে স্থানীয়রা।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই মিলে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী, র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যৌথবাহিনী নিহত শামিমের লাশ উদ্ধার করে। তার শরীরের কয়েকটি স্থানে ক্ষতবিক্ষত ও পোড়ানোর কিছু চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে হত্যার পর উল্লেখিত মিল এলাকার ডোবাতে লাশ ফেলে দেয়া হয়। এ ব্যাপারে ঘটনার রাতেই নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ এ মামলার বিশেষ তদন্ত ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই মিল এলাকায় এখনও আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

প্রতিবন্ধী,হত্যা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত