চাঁদপুর জেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ডাকাতিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু করেছে একঝাঁক কলেজ শিক্ষার্থীরা। জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ডাকাতিয়া নদী ও বোরোপিট খাল থেকে কচুরিপানা সরিয়ে পরিষ্কার কার্যক্রম চালিয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।
শনিবার (৫ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারসংলগ্ন নদী ও খাল এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে নেতৃত্ব দেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল সিআইপি কৃষক সংগ্রাম কমিটি (চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা) এবং উপজেলা প্রশাসন ফরিদগঞ্জ।
এই কাজের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন.কলেজের অধ্যক্ষ হরিপদ দাস এবং কৃষক সংগ্রাম কমিটির সদস্য রহিমা কলি।
এ সময় শিক্ষার্থীরা বলেন, নিজেদের এলাকা ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগে যুক্ত হতে পেরে তারা নিজেরা গর্বিত বোধ করছে।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস বলেন, শিক্ষার্থীরা নিজেরাই এসে তাদের ইচ্ছার কথা জানায়। আমি তাদের আগ্রহকে সাধুবাদ জানিয়ে এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছি। তারা আজ থেকে মাঠে নেমেছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এক ঝাঁক তরুণ শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে নদী ও খাল পরিষ্কারে অংশ নিয়েছেন এটা সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক ও প্রশংসার দাবিদার। তাদের উৎসাহ, উদ্যম ও দায়িত্ববোধ আমাকে অভিভূত করেছে।
উল্লেখ্য, এক সময়ের প্রবাহমান ডাকাতিয়া নদী বর্তমানে বিভিন্ন কারণে মৃত প্রায় হয়ে উঠেছে। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছে। যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।