ময়মনসিংহের নান্দাইলে বীজ তলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা মোস্তফা (৪৫) ও সাত বছরের পুত্র শিশু তাইয়্যিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুন) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই আমন ধানের বীজ রোপন করতে যায় কৃষক মোস্তফা। এসময় পিতার পিছন পিছন দৌঁঁড়ে যায় তারই শিশু পুত্র তাইয়িব। বীজ তলায় কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই আকাশে কাল মেঘ করে হালকা বৃষ্টি শুরু হয়। এসময় পিতা পুত্র জমির পাশেই একটি গাছ তলায় আশ্রয় নেয়। তৎক্ষনাৎ আকাশ ভেঙে বজ্রপাত আঁচড়ে পড়ে তাদের উপর।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে তারা দুজনেই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় বাড়ি ফিরেয়ে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।