‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
সোমবার (৭ জুলাই) শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
এর আগে, সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে মেলা চত্বরে এসে শেষ হয়।
পাবনা বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠানে পাবনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন নার্সারি মালিক, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চত্বর খোলা থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।