গাইবান্ধার সাঘাটায় বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে ছয় বালু ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকার বাঙ্গালী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন (৩৮), পবনতাইড় গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া (৩৯)।
রাত রাত সাড়ে ৮ টার দিকে সাঘাটার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে আটক ছয়জন বালু ব্যবসায়ী, জব্দ করা ড্রেজার মেশিন ও মোবাইল সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।