কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গত ৪ মাসে অভিযান চালিয়ে ৬ লাখ ৮৩ হাজার ৮৮৬ পিস ইয়াবা, ৬০০ ক্যান বিয়ার ও ৬ দশমিক ২২ কেজি গাঁজাসহ ৩৮ জন চোরাকারবারিকে আটক করেছে নবগঠিত বিজিবি ৬৪ ব্যাটালিয়ন।
৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নবগঠিত এ ব্যাটালিয়ন বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন জানান, চলতি বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ৩৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।