ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন আর নেই

সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন আর নেই

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দ্য ডেইলি স্কাই পত্রিকার সম্পাদক সাংবাদিক গোলাম মোস্তফা জীবনের বাবা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক ময়েজ উদ্দিন সরকার (৮০) আর নেই।

তিনি সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাযা শেষে গ্রামের বাড়ি বাকাই কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে সাংবাদিক জীবনের বাবার মৃত্যুতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাংবাদিক,মুক্তিযোদ্ধা,পিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত