ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাক চাপায় অসুস্থ বাবা-ছেলে নিহত

সিরাজগঞ্জে ট্রাক চাপায় অসুস্থ বাবা-ছেলে নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া নামক স্থানে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

তারা হলেন- সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। এ ঘটনায় তার আরো ১ ছেলে আহত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মঙ্গলবার সকালে অসুস্থ বাবাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ২ ছেলে। এ সময় অটোরিকশাটি উল্লেখিত স্থানে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাবা-ছেলে মারা যান এবং বড় ছেলে রাসেল খন্দকার আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এখন আশংকাজনক।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনে এবং ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তবে কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্রাক চাপা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত