ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীর অবস্থান কর্মসূচি পালিত

রংপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীর অবস্থান কর্মসূচি পালিত

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দ্বারা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে ৬ দফা দাবিতে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রংপুর সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে সকাল ০৮টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় ৬ দফা দাবি উত্থাপন করে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান করতে হবে ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছি।

তারা আরও বলেন, আমরা এ কর্মসূচি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করেছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাধারণ সম্পাদক রংপুর বিভাগ মো. মাসুদার রহমান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর জেলা শাখার সভাপতি শাহ্ মো. শামিম হোসেন, সাধারণ সম্পাদক মো. আনিস রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মারজান মিয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন রংপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ।

স্বাস্থ্য সহকারী,অবস্থান কর্মসূচি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত