ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কামালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

আবুল কামাল সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর খলিফাপাড়া মহল্লার মৃত চান্দু আলীর ছেলে।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আবুল কামালকে ২৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক গত ১৫ এপ্রিল তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

যাবজ্জীবন,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত