ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা

রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় একটি বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে ফাজিল ১ম বর্ষ সেশন ২০২৪-২৫ এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহ যদি আমাকে হায়াত দেন যদি জনগণ আবারও আমাকে তাদের সেবক হিসেবে সংসদে পাঠায়, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় একটি বৃহৎ লাইব্রেরি প্রতিষ্ঠা করব। আর সেই লাইব্রেরিতে প্রাচ্যদেশ থেকে সংগৃহীত ইসলামিক রিসোর্স বই থাকবে, যাতে শিক্ষার্থীরা উন্নত ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। পাশাপাশি, মাদ্রাসায় একটি আধুনিক লিফটসহ বহুতল ভবন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই হবে।

অনুষ্ঠানে প্রয়াত আলেমদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। বিশেষভাবে স্মরণ করেন—মাওলানা আয়াজ, হাফেজ আব্দুস সালাম, মাওলানা জমির উদ্দিন, নুর আহমদ, কলিম উল্লাহ এবং খায়রুল বশরসহ অন্যান্য আলেমদের, যারা দ্বীনের খেদমতে এই প্রতিষ্ঠানে অসামান্য অবদান রেখে ইন্তেকাল করেছেন।

মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক মুহিবুল্লাহ, অধ্যাপক আবুল ফজল।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এ কে এম জসিম উদ্দিন, দিদারুল আলম খোকন, সাংবাদিক ইমরান-সহ শিক্ষক-শিক্ষিকা, নবীন-প্রবীণ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন।

মাদ্রাসা,ইসলামিক লাইব্রেরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত