চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আমিনুন রহমান জীবন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে । নিহত আমিনুন রহমান উপজেলার আমিরপুর গ্রামের আকরাম আলীর ছেলে। এই ঘটনার পর বিক্ষিপ্ত এলাকাবাসী গেটম্যানের দাবিতে প্রায় আড়াই ঘন্টা রেল অবরোধ করে রাখে। এতে খুলনার সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামি কবতক্ষ এসপ্রেস উপজেলার আমিরপুর রেল ক্রসিংয়ে পৌঁছায়। এই সময় আমিরপুর গ্রামের আইনুন রহমান জীবন মোটরসাইকেল যুগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়। এ ঘটনার পর বিক্ষিপ্ত এলাকাবাসীর গ্রেট ম্যানের দাবিতে ট্রেন অবরোধ করে রাখে।
খবর পেয়ে সদর থানার ওসি খালিদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে গেটম্যানের আশ্বস্ত করলে রেল অবরোধ তুলে নেয়। এরপর আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার ওসি খালিদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।