নীলফামারীতে নাবালিকার বিয়ে ঠেকাতে গিয়ে হামলা, ক্যামেরা ভাঙচুর এবং হেনস্তার শিকার হয়েছেন এক সাংবাদিক।
মঙ্গলবার (৮ জুলাই) সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের জঙ্গলী পাড়ায় ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ জুলাই জঙ্গলী পাড়ার হরেন রায়ের ছেলে নিপেনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শুরু হওয়ার সময়ে হঠাৎ করে পার্শ্ববর্তী গ্রামের একটি নাবালিকা মেয়ে এসে উপস্থিত হয় প্রেমিকার দাবিতে। মেয়ে পক্ষ ঘটনাটি জানতে পেরে ছেলের বাড়ি থেকে চলে যায়। তিনদিন ধরে না খেয়ে পরের বাড়িতে মেয়েটি পরে থাকে, সেখান থেকে সাংবাদিকদের খবর দিলে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্, গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানা, স্বদেশ প্রতিদিন এর সাংবাদিক নুরল আমিন ঘটনাস্থলে পৌঁছানো। সেখানে সরেজমিনে গিয়ে তারা জানতে পারেন ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই। শুধু মোবাইলে একটা ম্যাসেজ করার কারণে একটি পক্ষ মেয়েটিকে ছেলের পাশের বাড়িতে পাঠিয়ে দেন। মেয়েটিকে ওই বাড়িওয়ালা রাখতে না চাইলে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সদর উপজেলা নির্বাহী অফিসার-কে অবগত করেন এবং সদর পুলিশকে ঘটনাটি জানান।
সন্ধ্যা গড়িয়ে রাত হলে সাংবাদিক স্বপ্না একাধিকবার স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমানকে এবং উপজেলা নির্বাহী অফিসার-কে বলার পর স্থানীয় বাসিন্দারা এবং সাংবাদিকরা সহ মেম্বার জগদিশের বাড়িতে মেয়েটিকে নিয়ে যান, সেখানেই উপস্থিত হয়ে চেয়ারম্যান সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্-কে গালিগালাজ এবং সাংবাদিকতার পেশার ওপর হুমকি ধামকি দেন। এই ঘটনা নীলফামারীতে প্রকাশ হলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কালু, সাংবাদিকের মা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরীন আকতার, জেলা এনসিপির সমন্বয়ক আক্তারুজ্জামান খান ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন।
এ বিষয়ে লক্ষীচাপ ইউনিয়নের অত্র এলাকার ক্ষিতিস বাবু বলেন, এখানে যারাই একটু টাকাপয়সার মালিক হন, তাদেরকে এইরকম হয়রানি করে এই চক্র টাকাপয়সা হাতিয়ে নেয়, বিভাগীয় তদন্ত হলে এই সত্য বেড়িয়ে আসবে।
এ ঘটনায় গতকাল তার স্বামী গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার অফিসার ইনচার্জ এমআর সাঈদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।