কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
গ্রেপ্তারকৃত সাজ্জাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক ইমন কান্তি চৌধুরী।
উল্লেখ্য, গত ৬ জুলাই চকরিয়া থানা পুলিশ সাজ্জাদকে গ্রেফতার করলে দুষ্কৃতকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।