ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক যৌথ অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি পলি বেগম (২৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলায় রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হন মাদককারবারি শামীম হোসেন (২২)।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ভবনে রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন মাদক কারবারি মো. মানিক (৩০)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়াও একই রাতে সদর উপজেলার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি সুজন (৩১) কে। তার কাছ থেকে উদ্ধার হয় ৬০পিস ইয়াবা ট্যাবলেট।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী,অভিযান,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত