ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজের ৫ দিন পর মিলল শিশুর মরদেহ

নিখোঁজের ৫ দিন পর মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর রোজা মনি নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু রোজা মনি (৬) সদর উপজেলার চর মারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

স্বজনরা জানায়, গত রোববার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল রোজা মনি। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পর থেকে কোথাও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাটক্ষেতের ভিতরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি বিষয় প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিখোঁজ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত